টঙ্গী প্রতিনিধিঃ
অবশেষে গাজীপুরের টঙ্গীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন টঙ্গী সাংবাদিক ক্লাবের স্থায়ী কার্যলয়ের ভবন নির্মানের কাজ আরম্ভ করেছে সংগঠনটি। গতকাল সকাল ১১ টায় টঙ্গী মডেল থানা ভবনের পিছনে তালতলি রোডে সিটি কর্পোরেশন কর্তৃত বরাদ্ধ কৃত জমিতে আনুষ্ঠানিক ভাবে ভবন নির্মানের কাজ আরম্ভ করেন সংগঠনের নেতারা। এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি মো. আওলাদ হোসেন,সাধারন সম্পাদক,মাহফুজুল আলম খোকন,সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক আহমেদ,সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস মন্ডল,সহ-সাধারন সম্পাদক মো. বশির আলম সহ সংগঠনের নেতা কর্মীরা। সকাল সাড়ে ১১ টায় প্রথমে ইট গেথে ক্লাবের স্থায়ী ভবন নির্মান কাজের সুচনা করেন সংগঠনের সভাপতি, মো. আওলাদ হোসেন, পরে সিঃ সহ-সভাপতি মো. ফারুক সরকার ও সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল, এবং সংগঠনের সকল সদস্যদের নিয়ে ইট গেথে কাজের দ্রুত সমাপ্তি কামনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো. মাহফুজুল আলম খোকন। পরিশেষে বিকেল ৫ টায় প্রথম দিনের মত কাজের সমাপ্তি ঘোষনা করা হয়।