নিউজ ডেস্ক,রবিবার, ২২ জুলাই ২০১৮:
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ শনিবার রাতে চাটখিল দূর্দষ সন্ত্রাসী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নূর ইসলাম ওরফে বাংলা ভাইকে গ্রেফতার করেছে। সে উপজেলার শংকরপুর দাই বাড়ির আব্দুল ওহাব বাইট্টার ছেলে।
তার বিরুদ্ধে চাটখিল থানাসহ বিভিন্ন থানায় ১০/১২টি খুন ও ডাকাতি মামলা রয়েছে। রাতে বাংলা ভাইকে নিয়ে পুলিশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী দেশীয় বন্দুক উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ ইমাউল হক জানান, মাদক ও সন্ত্রাস নির্মূলে চাটখিলে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নূর ইসলাম ওরফে বাংলা ভাইকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।(ইত্তেফাক)