রিয়াজ মুন্না,
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”এই মন্ত্রে উজ্জীবিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যবস্থাপনায় অত্র বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল মাঠে উদ্বোধন হল বঙ্গবন্ধু আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ২০১৮।
মহান মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ এবং বঙ্গবন্ধু তনয় শেখ রাসেলের নামে গড়া আটটি দল নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাদশ বনাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান একাদশ।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনসুর আলম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ,সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, জনপ্রিয় ছাত্রনেতা ইকবাল হোসেন টিপু।এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বাইজিদ ইমন সহ প্রমুখ। উল্লেখ্য, ১ম বারের মত আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ছয়জন বীর মুক্তিযোদ্ধাকে যারা দেশমাতৃকার টানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল।
আয়োজকরা জানান,ছাত্রদেরকে মাদকের নেশা হতে মুক্ত করে ক্রীড়ামুখী করতে তাদের এ আয়োজন।