মাহফুজুল আলম খোকন:
গাজীপুরের টঙ্গী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম এ কাশেম রানার অকাল মৃত্যুতে গভির শোক প্রকাশ ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন টঙ্গী সাংবাদিক ক্লাব।
রবিবার সকাল ৮ টায় টঙ্গীর চেরাগ আলীস্থ টঙ্গী প্রেস ক্লাব এ মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাজায় টঙ্গী,গাজীপুর,উত্তরা ও রাজধানীর ক্ষ্যতিমান সাংবাদিকগন উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান। নিহত কাশেম রানা গত ৩ যুগ ধরে সাংবাদিকতা পেশায় জরিত ছিলেন ও টঙ্গীর প্রথম সাংবাদিক সংগঠন ‘‘টঙ্গী প্রেস ক্লাব’’ এর রানিং সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংসার জীবনে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর। গত শনিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধহয়ে তিনি মৃত্যু বরন করেন। রবিবার সকাল ১০ টায় দ্বিতীয় জানাজা শেষে টঙ্গীর হায়দ্রাবাদ গ্রামের নিজ বাড়ির পাশে তাকে সমাহিত করাহয়।