1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

শুরুতেই কাটার মাস্টারের জোড়া আঘাত

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ১০৬ পাঠক

নিউজ ডেস্ক,বুধবার, ১ আগস্ট ২০১৮: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯১ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক উইন্ডিজ। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে ১১ ওভারে ক্যারিবীয়দের লক্ষ্য দেয়া হয়েছে ৯১ রান।

বুধবার (১ আগস্ট) সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে বৃষ্টির পর দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়।

প্রথমে ওভারে মেহেদী হাসান মিরাজ ব্যর্থ হলেও দ্বিতীয় ওভারে আঘাত হানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দলীয় ১০ রানের মাথায় এভিন লুইস আর আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে শুরুতেই চাপের মধ্যে রাখে মোস্তাফিজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৩ ওভার শেষে ১৮ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ শেষে ৯ উইকেটে ১৪৩ রান করেছে টাইগারবাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। অন্যদিকে বল হাতে কেসরিক উইলিয়ামস নির্ধারিত ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।

এদিনে শুরুটা মোটেই ভালো হয়নি তাদের। ক্যারিবীয় বোলাররা ইনিংসের শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল (০)। এরপর ফিরে যান সৌম্য সরকার (০)।

প্রথম ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। লিটন দাস ও সাকিব জুটি লড়াই করার চেষ্টা করলে তা মুখ থুবড়ে পড়ে। দলীয় ৪৩ রানের মাথায় আউট হন লিটন দাস (২৪)। ঠিক তার পরের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব (১৯)। এরপর মাহমুদ উল্লাহ ও মুশফিক জুটি দলের রানের চাকাকে বেশ দারুণভাবেই সচল রাখে।

কিন্তু হঠাৎ ছন্দপতন, দলীয় ৯০ রানের মাথায় সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম (২৯)। এরপর দলীয় ১১৬ রানের মাথায় আউট হন আরিফুল হক (১৫)। দলের স্কোর বোর্ডে ৯ রান যোগ হতেই আরও একটি উইকেটের পতন এবার সাজঘরে ফিরে যান ৩৫ রান করা মাহমুদ উল্লাহ। এরপর দলীয় ১৩২ রানে মিরাজ (১১) ও ১৩৭ রানে নাজমুল ইসলাম (৭) রানে আউট হয়ে যান।

বাংলাদশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিমো পল, অ্যাশলে নার্স, স্যামুয়েল ব‍দ্রি, কেসরিক উইলিয়ামস।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD