1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ১০৫ পাঠক

স্পোর্টস ডেস্ক,বুধবার,১ আগস্ট ২০১৮:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হার দিয়েই শুরু হলো বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টি-আইনে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কমে দাঁড়ায় ১১ ওভারে ৯১ রান। শুরুর দিকেই দুই উইকেট তুলে লড়াইয়ের আশা জাগান মোস্তাফিজুর রহমান। তবে আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়ালদের ঝড়ো ব্যাটিংয়ে ৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা।

এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

বুধবার (০১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টায় সেন্ট কিডস অ্যান্ড নেভিসের বাসেটেরে স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ। ওভারপ্রতি টাইগাররা ৭.১৫ হারে রান তুললেও বৃষ্টি-আইনে নতুন টার্গেটে দরকার পড়ে ৮. ১০ হারে রান তোলার। চার-ছক্কার প্রদর্শনীতে সেটি সহজেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিমো পল, অ্যাশলে নার্স, স্যামুয়েল ব‍দ্রি, কেসরিক উইলিয়ামস।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD