নিউজ ডেস্ক,রবিবার, ৫ আগস্ট ২০১৮: আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলার সঙ্গে ‘বিএনপি জড়িত’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একটি অরাজনৈতিক আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি ষড়যন্ত্র করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘গত দুদিনে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলায় প্রতীয়মাণ হয়, এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল (বিএনপি) জড়িত। কারণ মির্জা ফখরুলের বক্তব্যের পর এ হামলা হয়েছে।’
রবিবার (৫ আগস্ট) ধানমন্ডিস্থ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এমন দাবি করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমীর খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপে সমর্থন দিয়ে মির্জা ফখরুল প্রমাণ করলেন শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে অনুপ্রবেশ করেছে বিএনপি। আপনাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। আপনাদের থলের বিড়াল মিউ করে বেরিয়ে গেছে।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ও তার দলের দোসররা এই ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন।’