নিউজ ডেস্ক,মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮:
বেপরোয়া বাসের চাপায় সহপাঠীর মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরাদের সড়ক নিরাপত্তার দাবিতে সমর্থন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা।
আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে সেখানকার শিক্ষার্থীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্ররা এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (ডিএসও)’র ব্যানারে দু’টি বিশাল মিছিল বের হয়।
মিছিল দুটি বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে পুলিশ দু’টি মিছিলকে আটকে দিলে সেখানেই ছাত্ররা বিক্ষোভ দেখিযেছেন। বাংলাদেশের আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ প্রশাসন, বাংলাদেশের শাসক দল ও তার ছাত্র সংগঠনের সদস্যরা যেভাবে আক্রমণ চালিয়েছে তারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কলকাতার ছাত্রসমাজ আয়োজিত বিক্ষোভে ছাত্রলীগের কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। ‘চলুক লাঠি, গুলি, টিয়ার গ্যাস, পাশে আছি বাংলাদেশ’-স্লোগানে রাজপথ মুখর করে তুলেছিল শিক্ষার্থীদের।
ছাত্ররা জানান, আমাদের এই দাবি শুধু আন্দোলনের প্রতি সংহতিই নয়, আমরা সেখানকার পরিস্থিতির পরিবর্তন না হলে এপার বাংলায় আরও বৃহত্তর আন্দোলনে পা বাড়াব।