রিয়াজ মুন্না,চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ইসলামিক স্টাডিজ সমিতির ২০১৮ সেশনের অভিষেক কমিটি গঠিত হয়েছে । মাস্টার্সের আরিফুল ইসলামকে সভাপতি ও চতুর্থ বর্ষের মাসুম বিল্লাহ আরিফকে সাধারণ সম্পাদক মনোনীত করে এ কমিটি গঠিত হয়।
(০৮ আগষ্ট) বুধবার দুপুর ১ টায় ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে ১ম বর্ষ থেকে মাস্টার্সের শ্রেণী প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এনামুল হক, সভাপতি, ইসলামিক স্টাডিজ বিভাগ, চ.বি.। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল মাবুদ, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, চ.বি.।
প্রতিনিধিদের মাধ্যমে বাছাই এবং সভাপতির সমর্থনে নিম্নোক্ত পদে কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি: মোঃ আরিফুল ইসলাম(এম.এ.)
সহ সভাপতি: শরিফ উদ্দন (এম.এ.)
সাধারণ সম্পাদক: মাসুম বিল্লাহ আরিফ(৪র্থ বর্ষ)
সাংগঠনিক সম্পাদক: শাফায়েত হোসেন (৩য় বর্ষ)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মাসুম বিল্লাহ মাহদী (৪র্থ বর্ষ)
উপ- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক :ইসরাত জাহান জেরিন (৩য় বর্ষ)
সহ.উপ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক :মুনিরুল আলম মুনির (২য় বর্ষ)
প্রচার সম্পাদক: মোহাম্মদ ইসমাইল (২য় বর্ষ)
উপ-প্রচার সম্পাদক: নূর হোসাইন (১ম বর্ষ)
ক্রীড়া সম্পাদক: শাকিল আহমদ (২য় বর্ষ)
উপ-ক্রীড়া সম্পাদক : আব্দুল আদিল মুনাব্বির (১ম বর্ষ)
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।