নিজস্ব প্রতিবেদক
রাজধানী উত্তরায় গরুর হাটের শেয়ার নিয়ে বিবাদে জড়িয়ে শোক দিবসের পোষ্টার ছেড়ার ঘটনা ঘটেছে। এনিয়ে আজ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদও প্রচার হয়। পত্রিকার নিউজ নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা সমালোচনা করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। অনেকে বলছেন,গরুর হাটের ব্যপারগুলো অনেকটাই ব্যক্তিগত সার্থ জড়িত, তাই বলে জাতির জনকের প্রতি শোক জানিয়ে টানানো পোস্টার কেন আক্রান্ত হবে? তাহলে কি রাজনীতি করছেন তারা? যাদের হাতে ১৫ই আগষ্টের পোস্টার নিরাপদ না।
এনিয়ে দলটির নেতা কর্মীদের মাঝে ক্ষোভ তৈরী হয়েছে। সংবাদ সুত্রে জানা যায়, উত্তরার একমাত্র গরুর হাট নিয়ে তুরাগ থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হাশিম চেয়ারম্যানে দুই ছেলে মহিবুল ও জাহিদুল ইজারাদের লোক তুরাগ আওয়ামী লীগের অর্থ সম্পাদক নুর হোসেনের কাছে হাটের শেয়ার দাবি করলে অপারগতা প্রকাশ করে হাট কতৃপক্ষ। এতে তাদের সাথে থাকা লোকজন নুর হোসেনসহ আট দশ জনকে মারধর করে। মারধর করে হাটের ১ নং গদি বা হাশিল ঘর থেকে ফিরে আসার সময় তারা ১৫ই আগষ্টের শোক জানিয়ে টানানো বেশ কিছু ফেস্টুন ছিড়ে ফেলে। আবার কিছু ফেস্টুন নামিয়ে ভাঙ্চুরও করে। সংবাদে প্রকাশ, হাশিম চেয়ারম্যানের ছেলে জাহিদুল এসব ঘটনা অস্বীকার করেন এবং সব অপকর্মের জন্য নুর হোসেনকে দায়ী করেন। এদিকে নুর হোসেন তাকে মারধর করা এবং ফেস্টুন চিরার জন্য জাহিদুলকে দায়ী করেছেন।