রাসেল খান,
রাজধানীর তুরাগের আহালীয়া এলাকায় শাহিন(২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
সোমবার সকাল ৯ টার দিকে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়,রবিবার দিবাগত রাত ১২ টার দিকে বড় ভাই সিরাজুল ইসলামের দোকান থেকে বাসায় এসে খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায় শাহিন। সোমবার সকাল ৯ টার দিকে বড় ভাই সিরাজুল দোকানে যাওয়ার জন্য ডাকতে গেলে ঘরের দরজা ভিতর থেকে লাগানো থাকায় বহুবার ডাকা ডাকি করেও কোন সাড়া শব্দ না পাওয়ায় তুরাগ থানা পুলিকে খবর দিলে তুরাগ থানা পুলিশের এসআই সামছুল ঘটনা স্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে নিহত শাহিনের লাশ উদ্ধার করে।
এবিষয়ে তুরাগ থানার এসআই সামছুল জানান, আমারা সকালে খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের হুকের সংঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক সুরাতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা ধায়ের করা হয়েছে