নিউজ ডেস্ক,মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮: খুলনা-৪ (রূপসা-তেরখাদা ও দিঘলিয়া) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২০ সেপ্টেম্বর।
মঙ্গলবার (১৪ আগস্ট) ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা-৪ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৮ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ৪ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ৫ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ২০ সেপ্টেম্বর।
এর আগে গত ২৭ জুলাই এই আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে ৫ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।