বিনোদন ডেস্ক,বুধবার,১৫ আগস্ট ২০১৮: এফডিসি প্রাঙ্গণে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে এফডিসি প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এফসিডিসর কর্মকর্তাকর্মচারীরা। পাশাপাশি মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
বুধবার ১১টায় এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এফডিসি কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন।
আরও উপস্থিত ছিলেন এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষণ চন্দ্র দেবনাথ, কারিগরি ও প্রকাশকের পরিচালক মো. আইয়ুব আলী, অতিরিক্ত পরিচালক অর্থ শহিদুল ইসলাম, উৎপাদন বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ রেজাউল হক এবং এফডিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় জাতির জনকের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় আমির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের চলে যাওয়ার দিন আজ। আজকের দিনে ঘাতকরা নির্মমভাবে বাংলাদেশের স্বাধীনতার এ নক্ষত্রকে স্বপরিবারে হত্যা করে।
তাই আজ বাঙালির শোকের দিন জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের জন্য কাজ করে গেছেন।
শান্তির এই অগ্রদূতের মৃত্যুদিনে গভীরভাবে শোক প্রকাশ করছি ও তার আত্মার শান্তি কামনা করছি।