নিউজ ডেস্ক,সোমবার, ২০ আগস্ট ২০১৮: পিরোজপুরের নাজিরপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুরুল্লাহ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দেউলবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুই সন্তানের মা ওই ধর্ষিতা নারী উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের এক কৃষকের স্ত্রী। নুরুল্লাহ পার্শ্ববর্তী দেউলবাড়ি গ্রামের দাদন মিয়ার ছেলে। এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, নুরুল্লাহ বিভিন্ন সময় ওই গৃহবধূর বাড়িতে এসে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু এতে গৃহবধূ রাজি না হওয়ায় রোববার সকাল ১১টার দিকে তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। ওই সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নুরুল্লাহ পালিয়ে যায়।
নাজিরপুর থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, ওই গৃহবধূর দায়ের করা মামলায় নুরুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।