1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

সড়কে মৃত্যুর মিছিলে ঈদ আনন্দ ফিকে: এরশাদ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ১০৫ পাঠক

নিউজ ডেস্ক,রবিবার,২৬ আগস্ট ২০১৮:
ঈদযাত্রায় দেশের সড়কে-মহাসড়কে প্রতিদিনের অসংখ্য প্রাণহানি সাধারণ মানুষের ঈদের আনন্দকে ফিকে করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার (২৬ আগস্ট) দুপুরে এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন।

সড়ক দুর্ঘটনায় এসব প্রাণহানিতে শোক প্রকাশের পাশাপাশি এরশাদ তাঁর বার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘অনিরাপদ সড়কে ব্যাপক প্রাণহানিতে দেশবাসীর ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। খবরের কাগজ খুললেই সড়ক দুর্ঘটনার সংবাদই প্রমাণ করে দেশের সড়ক যোগাযোগ কতটা ভয়াবহ।’

শোক বিবৃতিতে সড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ।

উল্লেখ্য, ঈদের ছুটি শুরুর আগেরদিন গত সোমবার সারা দেশে দুর্ঘটনায় মারা যান ২৩ জন। পরদিন নিহত হন ৯ জন। ঈদের দিন অর্থাৎ বুধবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১২ জন। বৃহস্পতিবার সড়কে ঝরে আরও ৫ প্রাণ।

এর মধ্যে গতকাল শনিবার নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত হন। এদিন নাটোর সহ সারা দেশে সড়কে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৩ জনে।

শোক বিবৃতিতে এরশাদ অভিযুক্তদের শাস্তির পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতেও সরকারের প্রতি দাবি জানান।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD