নিজস্ব প্রতিবেদক,মঙ্গলবার ২৮ আগস্ট ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনও সুযোগ কাউকে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ। ২০১৪ সালের মত নির্বাচন বানচালের জন্য জ্বালাও-পোড়াও করলে এবার কঠিন ব্যবস্থা নেয়া হবে।’
মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মিলনায়তনে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশর রাজনৈতিক অর্থনীতি (১৯৫২-২০৪১)’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। দেশে বর্তমান যে স্বাভাবিক অবস্থা রয়েছে তখনও তাই থাকবে। রাজনীতিতে কেউ ঐক্য করতে চাইলে করুক। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।’
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা না করা প্রসঙ্গে ক্ষমতাসীন দলের এই শীর্ষ নেতা বলেন, ‘নির্বাচনে আসা না আসা তাদের (বিএনপি) দলের ব্যাপার। নির্বাচনে না আসলে তাদের অবস্থা হবে ন্যাপ ভাসানীর মত। ন্যাপকে বাটি চালনা দিয়েও এখন পাওয়া যায় না।’
আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তিনি সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলেন। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কৃষি ও শিল্পের ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি যখন দেশ গড়ার কাজ শুরু করলেন কেন্দ্রীয় ব্যাংকে কোনও রিজার্ভ ছিল না। এখন ৩২ বিলিয়ন রিজার্ভ ছাড়িয়েছে।’
সরকারের ধারাবাহিকতায় গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমানে তাঁর (বঙ্গবন্ধু) কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের চেহারা বদলে যাবে। আমার অনুরোধ এই অগ্রযাত্রা যাতে অটুট থাকে। তাহলে আমরা সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাবো।’
এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তৃতা করেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত আবদুল হান্নান, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রমুখ।