1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

নিজের নগ্ন ছবি দেখে দেখে ক্লান্ত ইন্সপেক্টর কবিতা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ১০৮ পাঠক

বিনোদন ডেস্ক,মঙ্গলবার ২৮ আগস্ট ২০১৮:

ক্রাইমভিত্তিক জনপ্রিয় ধারাবাহিক ‘এফআইআর’-এর জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিক। পাঞ্জাবি চলচ্চিত্রেও তার অবস্থান পাক্কা। তবে বিনোপাড়ায় তিনি ইন্সপেক্টর চন্দ্রমুখী চৌতলা নামেই বেশি পরিচিত। সেই চন্দ্রমুখীই এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

কারণ হিসেবে কবিতা জানালেন, অনেকেই তার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দিচ্ছে। তার ছবি ফটোশপ করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি আমার নিজের নগ্ন ছবি দেখে দেখে ক্লান্ত। আমি মনে করি, ফেসবুকের জন্য আমি অনুপযুক্ত।’

তবে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় এই সুন্দরী ইন্সপেক্টর। সেখানে দেয়া এক পোস্টে তিনি জানান, প্রয়োজন হলে ভক্ত, বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন যেন ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন।

পোস্টে এই ইন্সপেক্টর লিখেন, ‘ফেসবুক যেন এক সর্বগ্রাসী দৈত্য, যেখানে বন্ধুরা আগন্তুকের মতো তর্ক করে, সহকর্মীদের মনে হয় রাজনৈতিক দলের প্রার্থী। এটা এমন একটি জায়গা যেখানে একজন অভিনেত্রীকে নিজের বিকৃত করা নগ্ন ছবি দেখতে হয়। কয়েক বছর ধরেই এসব দেখে আসছি। কিন্তু এখন এটা রুচিবোধ, সময় ও মনোযোগে আঘাত করছে। তাই আমি মনে করি, আমি এখানে উপযুক্ত না।’

তিনি বলেন, ‘এখন যে কেউ যা খুশি বলতে পারে, কারণ তিনি আর ফেসবুকে থাকছেন না। কেউ চাইলে তাকে কল করতে পারেন। তিনি তার বাড়িতে আপ্যায়ন করতে প্রস্তুত। কিন্তু ফেসবুকে আর নয়।’

এসময় তিনি ভক্তদের বিদায় বাণী শুনিয়ে বলেন, ‘আমরা কথা বলতে পারি যেকোনো বিষয়েই, যেকোনো সময়। আরো মজা করব, আশ্বস্ত করছি। বিদায়, বন্ধু ও পরিবার; ভালো থেকো।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD