1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ফেসবুকে গুজব: জামিন পেলেন ফারিয়া মাহজাবিন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ১৩৮ পাঠক

নিউজ ডেস্ক, মঙ্গলবার ২৮ আগস্ট ২০১৮:
বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন কফি শপের মালিক ফারিয়া মাহজাবিন (২৮)।

মঙ্গলবার (২৮ আগস্ট) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতে ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জায়েদুল ইসলাম, জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া।
ফারিয়া-মাহজাবিন
জানা যায়, ফারিয়া মাহজাবিন ধানমণ্ডিতে একটি কফি শপ চালান। তার স্বামীর নাম মোহাম্মদ রিয়াসাত। তিনি খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। গত ‌১৬ আগস্ট রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পশ্চিম ধানমণ্ডির হাজি আফসার উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে ফারিয়া মাহজাবিনকে গ্রেফতার করা হয়।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ওইদিন বিকেল থেকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারা দেশে টানা ৯ দিন অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD