নিজস্ব প্রতিবেদক,বৃহস্পতিবার,৩০ আগস্ট ২০১৮: রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।
বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা আহত যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।
জানা গেছে, তেজগাঁও নাখালপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রেন ধাক্কা দিলে ওই যুবক রাস্তায় পড়ে যান।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।