আন্তর্জাতিক ডেস্ক,রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮: ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১৬ জন।
স্থানীয় সময় রবিবার (০২ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার দেশটির লোজা থেকে কুয়েনকা শহরে যেতে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। লোজা শহর থেকে ২১ কিলোমিটার দূরে বাসটি উল্টে যায়। এতে ৩ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
জানা গেছে, দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে মরদেহ উদ্ধারে কাজ করে। উদ্ধারকারীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানাতে পারেনি সংশ্লিষ্টরা।