November 2, 2025, 4:54 pm

সংসদ নির্বাচনের জন্য আ.লীগ সম্পূর্ণ প্রস্তুত: হানিফ

Reporter Name 209 View
Update : Sunday, September 2, 2018

নিউজ ডেস্ক, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, এ লক্ষ্যে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে।

রবিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে নবীন ইমামদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মনোনয়ন কারা পাচ্ছেন-এই প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘এটি তফসিল ঘোষণার পরই চূড়ান্তভাবে বলা যাবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। ইতিমধ্যে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন উইংস থেকে দলীয় সভানেত্রী তৃণমূলের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন।এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। এই তালিকাও মোটামুটি প্রস্তুত।’

খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকার গঠন নিয়ে বিএনপির দাবির বিষয়ে হানিফ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবি সম্পূর্ণ অযৌক্তিক। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত কোনও কয়েদীকে মুক্তি দেওয়ার কোনও সুযোগ নেই। একমাত্র রাষ্ট্রপতিই পারেন খালেদা জিয়াকে মুক্তি দিতে। আর নির্বাচনে বিএনপি কী করবে না করবে, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার।’

খালেদা জিয়াকে আইনের মাধ্যমেই মুক্ত করে আনতে হবে মন্তব্য করে হানিফ বলেন, ‘খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে রাষ্ট্রপতি হয়তো বিবেচনা করতে পারেন। এর বাইরে রাজনৈতিকভাবে তাঁকে মুক্ত করার কোনো সুযোগ নেই।’

ইসির পুনর্গঠন প্রসঙ্গে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক দলের ইচ্ছা-অনিচ্ছার ওপর সব কর্মকাণ্ড হয় না। সব রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি বৈঠক করে এবং সবার পরামর্শের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কারণে এটি কারও ইচ্ছা-অনিচ্ছায় যখন-তখন ভেঙে দেওয়া বা পুনর্গঠন করা যাবে না।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর