রাসেল খান,
রোববার সকাল সাড়ে ৬ টার দিকে রাজধানীর উত্তরায় প্রিন্স পার্টি সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে তুরাগের দিয়াবাড়ী ফায়ার সার্ভিসের ২ টা ইউনিট ১ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই প্রিন্স পার্টি সেন্টারে আগুন জ্বলিতেছে। তারপর প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুনে নিয়ন্ত্রনে কাজ করে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস তড়িৎ ব্যবস্থা নেওয়ার কারনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে এবং আশে পাশে অনেক প্রতিষ্ঠান আগুন থেকে রক্ষা পেয়েছে। উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম আরো জানায় বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান। তিনি আরো উল্লেখ করেন প্রতিটি রেষ্টুরেন্টে অগ্নি নির্বাপনী ব্যবস্থা থাকা জরুরী ।