রাসেল খান,
রাজধানীর তুরাগের বাউনিয়া মাতবর বাড়ী এলাকার কুব্বত আলীর সড়কে বরকত উল্লাহর বাড়িতে দিয়াবাড়ি ফাড়ি পুলিশের টিম অভিযান চালিয়ে সোহেল(৩০) নামের এক ব্যাক্তি আটক করা হয়েছে। আটক হওয়া মাদকের মুল্য প্রায় ৫২ হাজার ৫শত টাকা।
রোববার দুপুর ১২ টার দিকে বাউনিয়া কুব্বত আলী সড়কের বরকত উল্লাহ বাড়িতে অভিযান পরিচালনা করে তার বাড়ির ভাড়াটিয়া মোঃ সোহেল এর ঘর থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
তুরাগ থানার ফাড়িঁ পুলিশের ইনচার্জ শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বরকতের বাড়ীতে মাদক বেচাকেনা চলছে এমন খবরের ভিত্তিতে আমরা খবর পেয়ে ফাড়িঁ পুরিশের এএসআই শরিফুল আলম সহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সোহেলের ঘরে তল্লাশী চালিয়ে ৩৫ বোতল ফেন্ডিডিল সহ হাতেনাতে আটক করি। শফিউল আলম আরো জানান, মাদক ব্যাবসায়ী সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন এই মাদক গুলো বাড়ীর মালিকের ছেলে রুবেলের।
ফাড়ীঁ পুলিশ আরো জানান, আমরা মাদক অভিযান অব্যাহত। আমরা প্রতিনিয়ত মাদকের অভিযান পরিচালনা করছি।