রাসেল খান,
কর্মীটোলা জেনারেল হসপিটালে লিফটে উঠাকে কেন্দ্র করে হসপিটালের আনছার বাহিনীর সদস্যের হাতে রোগির স্বজনদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৯ তলায় ভর্তি শিশু রোগীর সাথে আসা স্বজনদের সাথে হাপাতালের আনসার সদস্যের সাথে তর্ক হলে তা আবার মিমাংসা হয়। মিমাংসার আদা ঘন্টা পর হাসপাতারে ৩০-৩৫ জন কর্মচারী ও আনসার সদস্য ওয়ার্ড মাস্টার ইনর্চাজ এর নেত্রীত্বে তারা ৯ তলায় কেবিনের সামনে এসে অবস্থান নেয়। ভর্তি রোগীর সাথে দেখা স্বজনেরা বাসায় যাবার জন্য লিফটের কাছে আসলে তাদের উপর দেশীও অস্ত্র দিয়ে হামলা চলায় হাসপাতালের লোকজন।এ ঘটনায় ৪ জনের অবস্থা গুরুত্বর।
জানা যায়, আহতরা একই পরিবারের ৬ জন তবে একজনের নাম জানা গেছে তার নাম মামুন(৩৩)। ঘটনার সময় রোগির স্বজনরা ৯৯৯ কল করলে খবর পেয়ে কেন্টরমেন্ট থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং আহতদের চিকিৎসা প্রধান করা হয়েছে। এঘটনায় কেন্টরমেন্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।