এসএ সুজন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮: অল্প বয়সে বাবাকে হারিয়ে বিয়ে না করে পেশা হিসেবে বেঁচে নেন শিক্ষকতা, কিন্ত আজ বাঁচার জন্য আব্দুল হান্নান মাস্টারের আকুতি। তিনি দেশবাসীর কাছে মানবতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সাহায্যর চেয়েছেন।
আব্দুল হান্নান মিয়া বয়স(৪৮) তিনি চিড়িয়াখানা-বোটানিক্যাল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক। গত ৩ সেপ্টেম্বর দ্বিতীয়বার ব্রেইন স্ট্রোক করে ডান হাত পা প্যারালাইসিস হয়ে যায়। বর্তমানে তিনি সাভারে “সেন্টার ফর দ্য রিপাবলিক্যাশন অফ প্যারালাইসেড”(সিআরপি) হাসপাতালে হেডঅফিস শাখার ১০৫ ক্যাবিনে চিকিৎসাধীন রয়েছে। তার আর্থিক সংকটের কারণে থেরাপি ও অন্যান্য চিকিৎসা গুলো চালানো সম্ভব হচ্ছে না তাই সকলের নিকট আকুল আবেদন যে যতটুকু পারেন অসহায় হান্নান মাস্টারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তার জন্য দোয়া করার জন্য আকুতি জানান।
বিকাশ নাম্বার: ০১৭১০৬৭৫৮০৯(পার্সোনাল) সাইফুল ইসলাম (ভাই)।