1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

রাস্তা একটি উদ্বোধন ফলক দুটি

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ১০৭ পাঠক

স্বপন রানা সোহেলঃ
টাঙ্গাইলের নাগরপুর থানার ভারড়া বাজার হতে শাহজানী পর্যন্ত ৫ কিঃমিঃ রাস্তার প্রাথমিক ১:৫ কিঃমিঃ পাকা করনের কাজের উদ্বোধন ফলক দুটি। বর্তমান সাংসদ আলহাজ খঃ আব্দুল বাতেন এমপি ও তথ্য প্রতিমন্ত্রী এ্যাডঃ তারানা হালিম এমপির অর্ন্তদ্বন্দ্ব অার কোন্দলের কারনে রাস্তাটি পাকা করনের কাজ বন্ধ রয়েছে। গত ১৩-৮-১৮ ইং রোজ বুধবার সাংসদ আলহাজ খন্দকার আব্দুল বাতেন এমপি বিকালে রাস্তার কাজের ফলক উন্মোচন করার কথা থাকলে ও শেষ পর্যন্ত তা করতে গিয়ে ফিরে আসেন।স্থানীয় দের ভাষ্যমতে তথ্য প্রতিমন্ত্রী এ্যাডঃ তারানা হালিম এমপি গত ১৪-৯-১৮ ইং বৃহস্পতিবার ফলক উন্মোচনের কথা থাকলেও তার ও দেখা মেলেনি।
সরেজমিন গিয়ে দেখা যায় ভাড়রা বাজার জামে মসজিদ সংলগ্ন স্থানে একটি উদ্বোধনী ফলক রয়েছে (খালি), তারই পাশি একটু উত্তরে দেখা মিলে আরেকটি উদ্বোধনী ফলক। এই বিষয়ে স্হানীয় লোকজন জানায় মসজিদের নিকট ফলকটি এমপি সাহেবের এবং অপরটি তারানা হালিম মন্ত্রীর। দলীয় অন্তদ্বন্ধে অার ভূল বুঝাবুঝি তে রাস্তাটির পাকা করন এখন অনেকটাই অনিশ্চিত। স্হানীয় ভাড়রা চেয়ারম্যান রিয়াজ উদ্দীন তালুকদার, জানান প্রতিমন্ত্রী তারানা হালিমের মাধ্যমে রাস্তাটি উদ্বোধন করা হবে তবে কি কারনে তিনি অাসেন নাই তা তার জানা নাই । তিনি অারো বলেন রাজনৈতিক কোন কারনে অথবা অন্য কোন কারেনে হয়তো রাস্তাটি উদ্বোধন হতে সময় লাগছে। এব্যাপারে এলাকাবাসী ক্ষোভ জানিয়ে বলেন কে উদ্বোধন করলো তা বড় কথা নয়, আমরা চাই এলাকার জন দূভোর্গ নিরসনে রাস্তার উন্নয়নের কাজ দ্রুত শুরু হোক। এই বিষয়ে রাস্তার ঠিকাদার টাঙ্গাইল মাসুদের সাথে কথা বলার জন্য ফোন করলে তা বন্ধ দেখায়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD