নিউজ ডেস্ক,বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮:
মাদারীপুর সদরের উপজেলার লেকেরপাড়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের নির্বাচন-সংক্রান্ত টকশো চলাকালে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন জাতীয় পার্টির (জাপা) মাদারীপুর জেলা শাখার সভাপতি জাকারিয়া অপু।
মঙ্গলবার তাকে প্রথমে মাদারীপুরের স্থানীয় নিরাময় হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
জাকারিয়া অপুর পরিবার জানিয়েছে, তিনি একটি টেলিভিশনের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মাদারীপুর জেলা জাতীয় পার্টির (জাপা) সহসভাপতি জহিরুল ইসলাম মিন্টু জানান, জাকারিয়া অপুর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার শোক প্রকাশ করেছেন।
অপু ভাইয়ের মৃত্যুতে মাদারীপুর একজন দক্ষ, কর্মঠ ও বর্ষীয়ান নেতাকে হারাল। বুধবার জোহরের নামাজের পর পুরানবাজার বড় মসজিদ প্রাঙ্গণে জাকারিয়া অপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।