নিজস্ব প্রদিবেদক,বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮:
রাজধানীর যাত্রাবাড়ির মোমিনবাগ এলাকায় (১৬) বছরের এক মাদরাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭সেপ্টেম্বর) দুপুরের দিকে মেয়েটিকে বাসায় একা পেয়ে তিন যুবক ঘরে ঢুকে গণধর্ষণ করে।
মেয়েটির বাবা জানায়, তারা যাত্রাবাড়ি মোমিনবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে স্থানীয় একটি মাদরাসায় ৭ম শ্রেণিতে পড়াশুনা করে। সে রিকসা চালায়। মা অন্যের বাসায় কাজ করে। দুই বোন এক ভাইয়ের মধ্যে মেয়েটি সবার বড়।
সোমবার দুপুরে মা-বাবা দুজনেই কাজে বাইরে ছিল। ছোট মেয়েটি মায়ের সঙ্গে ছিল। ভাইও বাইরে ছিল। এই সুযোগে একই এলাকার ২০/২২ বছরের তিন যুবক বাসায় ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
তিনি আরও জানায়, রাতে বাসায় গেলে মেয়েটি তাদের বিষয়টি খুলে বলে। পরে মঙ্গলবার তারা যাত্রাবাড়ি থানায় গিয়ে অভিযোগ করে।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানায়, মেয়েটির পরিবার থেকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।