নিউজ ডেস্ক,বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮:
রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় বাজন আলী (৪৫) নামের এক আদম ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর)সকালের দিকে ঘটনাটি ঘটে। সন্ধ্যার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
নিহত বাজন আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মৃত মোহাম্মদ আলীর সন্তান। বিমানবন্দরে এলাকায় থাকতেন তিনি।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই মো. বিল্লাল হোসেন জানান, বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, রেললাইন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু। পরবর্তিতে নিহতের ব্যবহৃত ফোনের মাধ্যমে মৃতদেহ শনাক্ত করা হয়।