নিউজ ডেস্ক, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮:
জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ‘ষড়যন্ত্রের’ ঐক্য আখ্যায়িত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি একটি দেউলিয়া দল, আরেক দেউলিয়া ড. কামালের নিজেদের কাছে আত্মসমর্পণ করে তারা বাঁচতে চায়। দেউলিয়াদের ঐক্য জাতীয় ঐক্য হতে পারে না। এটি মূলত ষড়যন্ত্রের ঐক্য।’
রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘গণতন্ত্র, উন্নয়ন ও শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘গতকাল মহানগর নাট্যমঞ্চে রাজনীতির নাটক মঞ্চস্থ করা হয়েছে। এটি দেশীয় ষড়যন্ত্র। এছাড়াও আন্তর্জাতিক মহলে লুটের টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র ফলপ্রসূ হবে না। আওয়ামী লীগ ও ১৪ দলের নেতৃত্বে বহু আগ থেকেই জনগণের জাতীয় ঐক্য হয়েছে, সেটি এখনও আছে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে, ইনশাল্লাহ।’
সাবেক প্রধান বিচারপতি সিনহা একটি বই প্রসঙ্গে আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি সিনহা লিখেছেন স্বপ্নভঙ্গের কথা। তোমাদের স্বপ্ন তো ভেঙে গেছেই। বহু আগে খালেদা-তারেকের স্বপ্নও ভেঙেছে। এভাবে জাতীয় ঐক্যের ষড়যন্ত্রের স্বপ্নও ভেঙে যাবে। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের বাস্তবায়ন হবে।’
৯০-এ ছাত্রদের কালো তালিকাভূক্ত ড. জাফরুল্লাহ চৌধুরী গংরা গণতন্ত্রের লেবাস নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা আজকে বলছে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। ৭৫ এর ১৫ আগস্টের হত্যাকারীদের বিচার ও ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার কে করেছে? যখন এসব বিচার হচ্ছিলো, তখন তো এই আইনের ঠিকাদার ড. কামালরা একদিনও বিচার অঙ্গন পরিদর্শনে যাননি। তারা যে গণতন্ত্রের কথা বলছে, সেটা কি ২১ আগস্টের মত গ্রেনেড হামলা করে বিরোধীদলের নেতাকে হত্যাচেষ্টার গণতন্ত্র? অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ বিরোধী দলের নেতাদের হত্যার গণতন্ত্র?’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গণতন্ত্র, উন্নয়ন ও শেখ হাসিনা পরিপূরক শব্দ। সারা পৃথিবী যেখানে ব্যর্থ সেখানে শেখ হাসিনা সফল। শেখ হাসিনার এ সফল যাত্রা চলমান থাকবে। তবে আপনারা যখন গণতন্ত্রের নামে মানুষ হত্যা করবেন, ভোটকেন্দ্রে হামলার নামে শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেবেন, নানা রকম সহিংসতা করবেন, তখন তো রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে। সে দায়িত্ব পালন করলে যদি বলেন গণতন্ত্র হত্যা। সেটা তো অমূলক।