রাসেল খান,
রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তুরাগের দলিপাড়া এলাকায় রুমের শিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করলে রুমের দরজা ভেঙ্গে সাবিনা(২০) কে আহত অবস্থায় উদ্ধার করেন তুরাগ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিজ রুমে দরাজা বন্ধ করে শিলিং ফ্যানের সাথে নিজের উরনা দ্বারা আত্মহত্যা করার চেষ্টা করলে। ঘটনার আদা ঘন্টা পর তুরাগ থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে রুমের দরজা ভেঙ্গে আহত অবস্থায় সাবিনা(২০) নামের ঐ নারীকে উদ্ধার করে উত্তরার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
আহত সাবিনার বোন হেনা জানান, গত ৮ মাস যাবৎ সাবিনার পারিবারিক ভাবে বিয়ে বগুরার মোঃ রনির সাথে বিয়ে হয়। বতর্মানে সে ৪ মাসের অন্তসত্তা। তিনি ১০/১২ দিন যাবৎ বগুরা শশুরবাড়ী থেকে দলিপাড়া এলাকায় তার বাবা মার ভাড়া বাড়িতে বেড়াতে আসে। রোববার বিকেলে স্বামী রনির সাথে মোবাইল ফোনে কথা বলার পর সে রুমের দরজা বন্ধ করেন। প্রায় আধা ঘন্টার দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন বাড়ীর মালিক শরিফ খানকে যানালে বাড়ির মালিক তুরাগ থানায় খবর দিলে ঘটনার আদা ঘন্টা পর তুরাগ থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে রুমের দরজা ভেঙ্গে তাকে শিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সহযোগিতায় তাকে আহত অবস্থায় নামানোর পর উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকিন জানান, আমার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে শিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা সাবিনা(২০)কে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি আরো জানান, পারিবারিক কারনে এই কাজ করে থাকতে পারে।