নিউজ ডেস্ক, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যেখানে ১০ বছরেও দাঁড়াতে পারেনি, সেখানে একমাসেও তারা কিছু করতে পারবে না। মানুষ এখন নির্বাচনের মুডে আছে, আন্দোলনের মুডে নেই। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনে ভর করেছে। তারা এখন শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছে। কিন্তু তাদের কোনও ষড়যন্ত্রই আর কাজে আসবে না।’
নির্বাচনী সড়কযাত্রার মাঝে রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহার এসঅার স্কয়ারে আয়োজিত এক জনসভায় ওবায়দুর কাদের এ কথা বলেন।
যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বিদেশি সংস্থা জরিপ চালিয়েছে, যেখানে বলা আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৬ শতাংশ। এই ৬৬ শতাংশ বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। যুক্তফ্রন্ট যে ঐক্যের ডাক দিয়েছে, সেটি জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’
মির্জা ফখরুলের জাতিসংঘের সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মহাসচিব যখন জাতিসংঘ দফতরে যান, তখন জাতিসংঘের মহাসচিব ঘানায় ছিলেন। এসময় তৃতীয় শ্রেণির এক কর্মকর্তার সঙ্গে মির্জা ফখরুল অনুনয় বিনয় করে কথা বলেছেন। তাই এরকম প্রতারক দল ক্ষমতায় আসলে দেশের নিরাপত্তা থাকবে না, উন্নয়নও হবে না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঐক্য প্রক্রিয়া যেখানে মিটিং করতে চায়, তাদের কোনো বাধা নাই, স্বাগত। তাদের সোহরাওয়ার্দী ময়দান উন্মুক্ত করা হয়েছিল, সেখানে যায়নি। বিএনপি বড় মাঠে যায় না ভয়ে, লোক হবে না। এখন বিএনপি মহাসমাবেশের ডাক দিলেও সামবেশে লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আওয়ামী লীগের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ থাকে।’