নিউজ ডেস্ক,মঙ্গলবার,২৫ সেপ্টেম্বর ২০১৮:
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন না হলে বর্তমান আরপিও দিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন সচিব। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় বলেও জানান সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশন থেকে তো আরপিও সংশোধনীর একটা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। উনারা মন্ত্রীসভায় উপস্থাপন করবেন। মন্ত্রীসভায় অনুমোদন হলে সেটা পার্লামেন্টে যাবে। এখন কী পর্যায়ে আছে, সেটা আমরা জানি না।’
সচিব বলেন, ‘আরপিও সংশোধনী যদি হয়, তাহলে ভালো। আর যদি নাও হয়, আগের আরপিও দিয়েও আমরা নির্বাচনের সব কার্যক্রম পরিচালনার প্রস্তুতি আমাদের আছে।’
নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে সচিব বলেন, ‘নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি, হবে না- সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন এখনো নেয়নি। আরপিও সংশোধন হলে নির্বাচন কমিশন হয়তো সেই সিদ্ধান্ত নেবে।’
যদি সংসদ নির্বাচনে নাও হয় তাহলে সামনের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান সচিব।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে হেলালুদ্দীন আহমদ জানান, ‘ভোটকেন্দ্রের তালিকা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। সারা দেশের ভোট কেন্দ্রের তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি। এগুলো মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। তফসিল ঘোষণা করা হলে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে তালিকা পাঠাবে। তখন রিটার্নিং কর্মকর্তার নামে ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হবে। এই ভোটকেন্দ্রগুলোর মাধ্যমেই ভোটগ্রহণ করা হবে।’
নির্বাচন কমিশনের ১০টি আঞ্চলিক এলাকায় ভোটার তালিকার সিডি পাঠানো আজ থেকে শুরু হচ্ছে বলেও জানান সচিব।
তিনি বলেন, ‘আজ থেকে আমরা ১০টি আঞ্চলে ভোটার তালিকার সিডি পাঠানো শুরু করব আজ থেকে। সিলেট ও খুলনা, এই দুটি অঞ্চলে ভোটার তালিকার সিডি পাঠানো হবে। বাকি ৮টি আঞ্চলে আগামী এক সপ্তাহের মধ্যে সিডি পাঠানো হবে।’