নিউজ ডেস্ক,বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮:
টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুরে বেইলি ব্রিজ ভেঙে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে সড়ক যোগাযোগ বিছিন্ন হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের বারাপুষা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, টাঙ্গাইল-অরিচা এ মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন দৌলতপুর, ঘিওর, মানিকগঞ্জ ও রাজধানী ঢাকাসহ আরিচা, পাটুরিয়া রুটে যান চলাচল করে। ব্রিজ ভেঙে যাওয়ায় এ মহাসড়কে চলাচলকারি যাত্রী সাধারণ পরেছে চরম বিপাকে।
বেকড়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন জানান, ‘বুধবার সকালে নাগরপুর থেকে একটি অতিরিক্ত (ওভারলোড) বালু বোঝাই ট্রাক ভালকুটিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি বারাপুষা বেইলি ব্রিজে উঠা মাত্র ব্রিজটি ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে যায়। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি চলাচলের উপযোগী করতে সড়ক বিভাগের কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এহসান বলেন, ‘বৃহষ্পতিবার থেকে ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে।’