1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

পর্দা কাঁপাতে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৯৭ পাঠক

জনপ্রিয় বলিউড নির্মাতা করন জোহর প্রযোজিত সিনেমা রণভূমি। গত ফেব্রুয়ারিতে সিনেমাটির ঘোষণা দিয়েছেন এ নির্মাতা। এটির পরিচালনা করবেন শশাঙ্ক খাইতান। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান। তবে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি।

এর আগে শোনা গিয়েছিল, সিনেমাটিতে বরুণের বিপরীতে দেখা যাবে সাইফ কন্যা সারা আলী খানকে। তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, রণভূমি সিনেমায় বরুণের সঙ্গী হচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘বরুণ অনেক আগেই চূড়ান্ত হয়েছেন। কিন্তু রণভূমি সিনেমায় এখনো কোনো নায়িকা নেয়া হয়নি। তার কারণ পরিচালক শশাঙ্ক খাইতান এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি তার প্রিয় আলিয়া ভাটকে নিবেন নাকি নতুন পছন্দ জাহ্নবী কাপুরকে, যাকে তিনি ধড়ক সিনেমায় পরিচালনা করেছেন।’

এর আগে নায়িকা নির্বাচন প্রসঙ্গে পরিচালক শশাঙ্ক খাইতান বলেছিলেন, ‘এখনো কাউকেই চূড়ান্ত করা হয়নি। গল্প ঠিক হয়েছে, চিত্রনাট্যের কাজ চলছে। লেখার কাজ শেষ হলেই আমরা কাস্টিংয়ের কাজ শুরু করব, যেন আমরা এক লাইনের পরিবর্তে পুরো গল্পটাই সঠিকভাবে বর্ণনা করতে পারি।’

এ নির্মাতা মনে করেন হিন্দিতে রণভূমি ঘরানার সিনেমা নিয়ে এখনো পুরোপুরি কাজ হয়নি। তিনি আরো বলেন, “যুদ্ধ নিয়ে সিনেমার একটি উদাহরণ বাহুবলি, এটি ভারতীয় সিনেমা।

এর আগে হিন্দিতে যোধা আকবর ও পদ্মাবত সিনেমা নির্মিত হয়েছে কিন্তু এ ধরনের সিনেমা নিয়ে আমরা পুরোপুরি কাজ করিনি। আমরা নতুন কিছুর মাধ্যমে স্মরণীয় হয়ে থাকার চেষ্টা করছি। প্রযোজক হিসেবে আমরা করন জোহরকে পেয়েছি এবং বরুণ আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে প্রস্তুত।’

শশাঙ্ক খাইতানের সঙ্গে এটি বরুণ ধাওয়ানের তৃতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার হাম্পটি শর্মা কি দুলহানিয়া ও বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে এ পরিচালকের হাত ধরেই ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন জানভি কাপুর। রণভূমি সিনেমাটি ২০২০ সালে দীপাবলী উপলক্ষে মুক্তির কথা রয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD