নিউজ ডেস্ক,বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮:
বিচারপ্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি। ওই ভুয়া আইনজীবীর নাম ফাতেমা বেগম।
জানা গেছে, এই আইনজীবী গত ৫ বছর ধরে ঢাকার জেলা জজ আদালত ভবনে আইনজীবী পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার জেলা জজ আদালত ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটির সদস্য ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিচারপ্রার্থীদের আইনজীবী পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন ফাতেমা বেগম। এমনকি আইনজীবী সমিতির সবাই তাকে আইনজীবী হিসেবেই জানতেন।’
ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাতেমাকে চ্যালেঞ্জ করা হলে জানা যায়, তিনি কোনো আইনজীবী নন। আইনের কোনো ডিগ্রিও নেই তার। এ ঘটনায় কোতোয়ালি থানায় ঢাকা বারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ফাতেমা বেগম এখন কোতোয়ালি থানাহাজতে রয়েছেন। আটকের সময় তার কাছ থেকে নগদ সাত হাজার টাকাও পাওয়া যায়। পরে সেই টাকা তার আত্মীয়ের কাছে ফেরত দেয়া হয়।
এদিকে ঢাকা আইনজীবী সমিতিতে এ বছর ৩০ জনের বেশি ভুয়া আইনজীবী শনাক্ত করে কারাগারে পাঠানো হয়েছে। সমিতির উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি।