বিশ্বের নামী দামি বহু খেলোয়ারের যন্ত্রনা রয়েছে ১ রানের আক্ষেপের। সেই ১৯৮০ সাল থেকে এ তালিকার সর্বশেষ যোগ হয়েছেন মুশফিকুর রহিম। তিনিই প্রথম বাংলাদেশি যে ৯৯ রানে আউট হয়েছেন।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ ও অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অন্যদিনের মত আজকেও ও শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
ঠিক সেই সময়ে হাল ধরেন মুশফিকুর রহিম ও মুহাম্মদ মিঠুন। মুশফিকের পর অল্প সময়ের হাফ সেঞ্চুরি করে মিঠুন ও।
তবে মুশফিকের আক্ষেপ থেকে যায়, ১১৬ বলে ৯৯ রান সংগ্রহ করে একটু সাবধানেই ব্যাট বাড়িয়েছিলেন। কিন্তু দুভার্গ শাহিন আফ্রিদির বলে উইকেট কিপার লুফে নেন বল।
মাত্র এক রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন মুশফিকুর রহিম আর প্রথম বাংলাদেশি হিসেবে যন্ত্রনার রেকর্ডে নাম লেখান।