1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

এটা কি আউট… না আবার আম্পায়ারের ভারত প্রীতি..?

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ১১৫ পাঠক
এটা কি আউট… না আবার আম্পায়ারের ভারত প্রীতি..?

আবারও প্রমাণিত হলো বাংলাদেশ মাঠে ১৪ জনের দলের বিপক্ষে খেলে। তা না হলে লিটন দাসের এই স্টাম্পিং আউট হয় না। সত্যি এটা কিভাবে আউট হয়, আমার বুঝে আসেনা। আর কতো চুরি করবি আম্পায়াররা।- এমনি এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছে টাইগার ক্রিকেট ভক্ত।

সেই ভারতের সাথে আবারো ভুল আউট দিল আম্পায়ার। এবার টিভি আম্পায়ার রড টাকার এই ভুল আউট দিলেন।

বাঁহাতি রিস্ট স্পিনারের কুলদ্বীপ যাদবের গুগলি বলেপা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন লিটন। বলে ব্যাটে করতে না পারায় পেছনের পা বেরিয়ে আসে। সুযোগ কাজে লাগিয়ে দ্রুত বেলস ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি।

কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় লিটনের পা দাগের ভিতরেই কিন্তু আম্পায়ার রড টাকার ঠিকই বেনিফিট দেন ভারতের দিকে। কিন্তু সব সবসময় এই বেনিফিট পায় ব্যাটসম্যান।

১১৭ বলে ১২ চার ও দুই ছক্কায় ১২১ রান করে ফিরে যান লিটন।

এদিকে লিটনের আউট কিছুতেই মানতে পারছে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

 

খেলাটি সরাসরি অনলাইনে দেখতে এই লিঙ্কে ক্লিক করুন…। জি-মেইল বা ফেসবুক দিয়ে লগইন করুন আর খেলা দেখুন…।

 

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD