ক্ষণিকের জন্য আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক মিরাজ
পাকিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচে শোয়েব মালিককে দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরান মাশরাফি। সেই ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান টাইগার কাপ্তান। ক্ষণিকের উদযাপন শেষে হাত ধরে মাঠের বাইরে যেতে হয় মাশরাফিকে।
এমনকি তখন মাহমুদউল্লাহও ছিলেন মাঠের বাইরে। আর মুশফিক তো আগেই মাঠ ছেড়ে গিয়েছিলেন ইনজুরিতে। তখনই ঘটে গেল অভিনব এক ঘটনা। পাঁচ সিনিয়র না থাকায় ক্ষণিকের জন্য দলের অধিনায়কের দায়িত্ব পালন করলেন মেহেদী হাসান মিরাজ!
মিরাজ ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। টাইগারদের নিয়ে গিয়েছিলেন সেরা চারে। এমনকি সেই আসরের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। তাই পাঁচ সিনিয়র না থাকায় তাঁর কাধেই পড়ে ক্ষণিকের জন্য অধিনায়কের ভার। এ যেন এক বার্তা দিল মিরাজকে। প্রস্তুত হও মিরাজ, সময়টা খুব দূরে নয়। সেই সময় যেন সব ঠিক থাকে।
এদিকে, গত এক দশকে সম্ভবত এই প্রথম বার এই পাঁচ জনকে ছাড়া কয়েক মিনিট আন্তর্জাতিক ক্রিকেট খেলল বাংলাদেশ।