একটি ট্রফির অপেক্ষা। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি বাংলাদেশ। দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে টস জিতেছে ভারত। প্রথমে তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।
চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। তারা চার ম্যাচ জিতেছে, একটি টাই করেছে আফগানিস্তানের বিপক্ষে। আর সবমিলিয়ে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচ, দুটি ম্যাচ হেরেছে ভারত আর আফগানিস্তানের কাছে।
বাংলাদেশ একাদশে আছে ১টি পরিবর্তণ। মুমিনুলের বদলে একাদশে জায়গা পেয়েছেন নাজমুল ইসলাম অপু। আর ভারত একাদশে আছে ৫ পরিবর্তন। গত ম্যাচে যে ৫ জনকে বিশ্রাম দেওয়া হয়েছিল তারাই আজ সুযোগ পেয়েছেন।
ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ : ০/০ (০.১ ওভার)
বাংলাদেশ একাদশ- লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মিথুন আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বতী রায়ডু, এমএস ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, ইউজভেন্দ্র চাহাল।
বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল খেলাটি লাইভ দেখার জন্য নিচে ২টি লাইভ লিঙ্ক দেওয়া হচ্ছে। যেকোনো ১টিতে ক্লিক করলে খেলাটি সরাসরি লাইভ দেখতে পারবেন।
খেলাটি সরাসরি অনলাইনে দেখতে এই লিঙ্কে ক্লিক করুন…। জি-মেইল বা ফেসবুক দিয়ে লগইন করুন আর খেলা দেখুন…।