1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ খুব সহজেই দেখা যাবে একমাত্র এই লিঙ্কে

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৮৬ পাঠক

শুক্রবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রিয় পাঠক চলুন জানা যাক, ম্যাচটি কোন চ্যানেলে দেখা যাবে সহ ম্যাচটির সার্বিক দিক—

ম্যাচ : বাংলাদেশ-ভারত (এশিয়া কাপ, ফাইনাল)।
কবে : ২৮ সেপ্টেম্বর, শুক্রবার।
কখন : বিকেল ৫.৩০ মিনিট।
কোথায় : দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
খেলা দেখাবে যে চ্যানেল : বিটিভি, গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান।

খেলাটি সরাসরি অনলাইনে দেখতে এই লিঙ্কে ক্লিক করুন…। জি-মেইল বা ফেসবুক দিয়ে লগইন করুন আর খেলা দেখুন…।

দলের খবর :

বাংলাদেশ : শ্রীলঙ্কার বিপক্ষে স্বপ্নময় এক জয় দিয়েই এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরবর্তী দুই ম্যাচ যেন স্বপ্নভঙ্গেরই গল্প। আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা।

হারে ১৩৬ রানের বিশাল ব্যবধানে। আর সুপার ফোরের পরের ম্যাচে ভারতের কাছে হারে ৭ উইকেটে। তবে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের সাথে দ্বিতীয় দেখায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

রশিদ খানদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে রোমাঞ্চকর এক জয় পায় বাংলাদেশ। আর সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে তৃতীয়বারের মতো নিশ্চিত করে ফাইনাল।

ভারত : এবারের আসরে বলতে গেলে ‘বি’ টিম নিয়েই গিয়েছে ভারত। দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তবু রোহিত শর্মার নেতৃত্বে দলটি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক পারফর্মই করেছে।

এখন পর্যন্ত হারেনি একটি ম্যাচও। প্রথম ম্যাচে যদিও সহজ প্রতিক্ষ হংকংয়ের বিপক্ষে জয় পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল তাদের। কিন্তু পরের ম্যাচ থেকে দাপট দেখাতে থাকে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুইবারই উড়িয়ে দিয়েছে। প্রথমবার গ্রুপপর্বে হারায় ৮ উইকেটে। আর সুপার ফোরের দেখায় জেতে ৯ উইকেটে।

এছাড়া সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পায় ৭ উইকেটের। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি অবশ্য টাই হয়।

র‌্যাঙ্কিং : আইসিসি’র সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭। অন্যদিকে অন্যদিকে ভারত ২ নম্বরে।
মুখামুখি লড়াই : এশিয়া কাপে এর আগে ১৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে ১২ বারই জিতেছে ভারত, একবার বাংলাদেশ।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD