বাজে আম্পেয়ারিং এ যদি লিটন দাস আউট না হতেন তা হলে হয়ত বাংলাদেশের স্কোরটা আরেকটু বেশি হত। কিন্তু রন্ডি টাকারের বিতর্কিত আম্পারিংয়ে তা হয়ে উঠেনি আর।
কুলদীপ যাদবের বলে ১২১ রানে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়েন লিটন। তবে আউট একে বারে বিতর্কিত। এতে আরও প্রমানিত ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতাসুলভ আচরণ। আর এর শিকার হলো বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন বোলাররা পরাস্ত করতে পারছিল না ভারতীয় বোলাররা।
ঠিক সেই মুহুর্তেই রন্ডি টাকার বিতর্কিত ভাবে আউট করেন লিটন দাসকে। এই আউটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রন্ডির এই সিদ্ধান্তের বিপক্ষে ঝড় উঠেছে।
সবশেষ বাংলাদেশের স্কোর দাড়ায় ২২২ রান সব উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে ৩ উইকেটের জয় পেয়েছে ভারত।
২০১৫ এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হেরেছিল ১৪ জনের বিপক্ষে। ভারতের একাদশের ১১ জন ও আম্পায়ার ৩ জন ১৪ জন। আজও তার পুনরাবৃত্তি হল।
খেলাটি সরাসরি অনলাইনে দেখতে এই লিঙ্কে ক্লিক করুন…। জি-মেইল বা ফেসবুক দিয়ে লগইন করুন আর খেলা দেখুন…।