দ্রুততম সময়ে হাজার রানের মাইলফলকে নাম লিখিয়েছেন সৌম্য সরকার। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষের ম্যাচে ৩৩ রানের ইনিংস খেলে তিনি এ মাইলফলক স্পর্শ করেন।
সৌম্য সরকার ওয়ানডেতে মোট ৩৪ ম্যাচে ৩৩ ইনিংস খেলে ১০০০ রানের ঘরে পৌছান। সৌম্য ক্যারিয়ারে সর্বোচ্চ ১২৭ রান করেছিলেন ।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় দ্রুত সময়ে তিনি হাজার রানের মাইলফলকে পৌছালেন। তালিকার ১ নম্বরে শাহরিয়ার নাফিস, তিনি মোট ২৯ ইনিংসেই হাজার রান স্পর্শ করেন।
এছাড়া ৩৪ ইনিংসে ইমরুল কায়েস ও নাসির হোসেন হাজার রান র্স্পর্শ করেন।
উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের দেয়া ২২৩ রানের লক্ষে ব্যাট করছে ভারত।
খেলাটি সরাসরি অনলাইনে দেখতে এই লিঙ্কে ক্লিক করুন…। জি-মেইল বা ফেসবুক দিয়ে লগইন করুন আর খেলা দেখুন…।