1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

‘বাংলাদেশ হারেনি, হেরে গেছে ক্রিকেট’

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৪২ পাঠক
‘বাংলাদেশ হারেনি, হেরে গেছে ক্রিকেট’

এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে এশিয়ার শ্রেষ্ট্রত্বের মুকুট নিজেদের করে নিয়েছে ভারত। শেষ ওভারে যখন ৬ বলে ৬ প্রয়োজন ঠিক সেই শেষ পর্যন্ত খেলে জয় নিতে হয়েছে ভারতকে।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এশিয়া কাপের সকল ম্যাচের থেকে দারুণ শুরু হয়েছিল বাংলাদেশে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ১২০ রান তুলে নেয় বাংলাদেশ। পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও হাল একাই ধরে রাখেন লিটন দাস।

যখন ভারতীয় বোলাররা একের পর এক লিটনের কাছে বিধ্বস্ত হচ্ছিল ঠিক সেই মুহুর্তে এক বিতর্কিত সিদ্ধান্তে বিদায় নিতে হয় লিটন দাসকে। লিটন দাস চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা ওপরই সেই খড়্গ নেমে এল তার বিরোদ্ধে। ৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন।

এর পর আর ভালোভাবে দাঁড়াতে পারেনি বাংলাদেশ ২২২ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস। তবে হয়ত এ বিতর্কিত আউটটি না হলে আজ ইতিহাসে অন্যরকম লিখা হত, জয় পেত বাংলাদেশের।

বাংলাদেশের দেয়া ২২৩ রানের টার্গেটে খেলতে নেমে অনেকটা নাকানি চুবানি খেয়ে জয় পায় ভারত। তবে সবার মুখে এখন একটাই বানী ‘বাংলাদেশ হারেনি, হেরে গেছে ক্রিকেট’।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD