শুক্রবার শেষ হওয়া এশিয়া কাপে ক্রিকেটারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করেই এই র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে এশিয়া কাপে না খেলেও সেরার স্থানটি ঠিকই কোহলির দখলে।
তালিকার প্রথম পাঁচে তিন জনই ভারতীয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসেব করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে ব্যপক পরিবর্তন এসছে মুশফিকুর রহিমের। দেখে নেয়া যাক এক নজরে-
বিরাট কোহালি: প্রত্যাশা মতোই এক নম্বর স্থানটি রয়েছে বিরাট কোহালির দখলে। ৮৮৪ পয়েন্ট পেয়ে এক নম্বরে ভারতীয় অধিনায়ক।
রোহিত শর্মা: এশিয়া কাপে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। একশোর উপরে গড় ছিল তার। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম ভরসার ক্রিকেটার। ৮৪২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত।
জো রুট: উংল্যান্ডের হয়ে দারুণ ফর্মে রয়েছেন জো রুট। ৮১৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।
ডেভিড ওয়ার্নার: বল বিকৃতির অভিযোগ জাতীয় দল থেকে সাসপেন্ড হয়েছেন। কিন্তু, গত এক বছরের পরিসংখ্যানের নিরিখে চার নম্বরে রয়েছেন ওয়ার্নার। তিনি পেয়েছেন ৮০৩ নম্বর।
শিখর ধাওয়ান: চার দাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন শিখর ধাওয়ান। তিনি পেয়েছেন ৮০২ পয়েন্ট।
ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন তিনি।
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….