1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

নারী ক্রিকেট দলকে নিজের ‘৫টি’ ব্যাট দিয়ে দিলেন মুশফিক

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৮৯ পাঠক

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামার আগে রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে সালমা খাতুনের দল। বৃষ্টি-বাধায় স্কিল অনুশীলন ভেস্তে গেলে ড্রেসিংরুমের সামনের ছাউনিতে দাঁড়িয়ে জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তা ‘ডিএসসি’ ও ‘সিএ’ ব্র্যান্ডের ঝকঝকে দুটি ব্যাট দিয়ে বল ঠোকাঠুকি করেন কিছুক্ষণ।

ভারতীয় ব্র্যান্ড ‘ডিএসসি’ দিয়ে খেলেন ‍মুশফিকই। কৌতূহল প্রকাশ করতেই জানা গেল, একটি-দুটি নয় মুশফিক নারী দলের ক্রিকেটারদের উপহার দিয়েছেন পাঁচ-পাঁচটি নতুন ব্যাট।

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর মুশফিকের কাছ থেকে মেয়েরা পেয়েছেন ব্যাটের এই মূল্যবান উপহার। ব্যাটগুলো দিয়ে খাপবিহীন তলোয়ারের ন্যায় সমুদ্রপাড়ে চার-ছক্কার ঝড় তোলার পালা সালমাবাহিনীর।

জাহানারা-সুপ্তার সঙ্গে ব্যাট নিয়ে আলোচনায় মধ্যেই যোগ দিলেন মেয়েদের সহকারী কোচ দেবিকা পালশিকর। ব্যাটগুলো কতটা ভালো সেটি নিয়ে ধারণা দিতে থাকেন এ ভারতীয়। তাতে জাহানারাদের মাঝে ভাললাগার অনুরোনন থাকলেও মিশে থাকল আক্ষেপও।

তামিম-মুশফিক ভাইদের মতো আমরা কেনো পৃষ্ঠপোষক পাই না! এমন আক্ষেপ ঝরল। পরক্ষণেই আবার বললেন, খেলতে থাকি, আমরাও এক সময় পাবো।

মেয়েদের কাছে প্রস্তাব আসে শুধু ক্রিকেটের গিয়ার্স দেয়ার, যেখানে থাকে না ব্র্যান্ডিং করার বিনিময়ে অর্থের নিশ্চয়তা। যা নিয়ে নারী ক্রিকেটারদের মাঝে আছে হতাশার মেঘ।

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….

 

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD