বারবার প্রেমিক ভূমিত রুইদাসকে (২৩) সতর্ক করা হলেও কাজ হয়নি। অবশেষে আইনকে হাতে তুলে নিলেন প্রেমিকার মামারা। সোমবার ভোরে শাবল দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় ওই যুবককে৷
ঘটনাটি ভারতের বর্ধমানের (পশ্চিম) অণ্ডালের চনচনি কোলিয়ারি এলাকার৷ বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তদের বাড়িতে হানা দেয়৷ তাদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, আটক ধীরাজ রুইদাস, সমিত দাস ও ধরম রুইদাসকে আজ সোমবার বর্ধমান আদালতে তোলা হবে। আর এক অভিযুক্ত মামার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের ভাগ্নির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভূমিতের৷ এতেই আপত্তি ছিল তাঁদের৷ এদিন সকালে ওই যুবক মাঠে প্রাতঃকৃত্য করতে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরে অভিযুক্ত চারজন শাবলে করে মাথা থেঁতলে খুন করে৷ ঘটনায় ওই প্রেমিকা ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….