1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী, মুহূর্তেই ডুবে গেল

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৯৪ পাঠক

চাঁদপুরের মেঘনার ত্রিনদীর মোহনায় এমভি আব-এ জম জম-১ লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি কার্গো ডুবে গেছে। তবে অল্পের জন্য বেঁচে গেল লঞ্চের দুই শতাধিক যাত্রী।

রোববার বিকেলে চাঁদপুর বড় স্টেশন পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া ত্রিনদীর মোহনায় প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বালুভর্তি কার্গোর পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় স্টেশন ত্রিনদীর মোহনা দিয়ে চরভৈরবী থেকে আসা এমভি আব-এ জম জম-১ যাত্রীবাহী লঞ্চটি মোহনার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি কার্গোকে ধাক্কা দেয়।

এতে সঙ্গে সঙ্গে বালুভর্তি কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা পাঁচজন শ্রমিক নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে আশপাশের নৌকা এসে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রী মো. ইব্রাহিম বলেন, ত্রিনদীর মোহনায় প্রচণ্ড স্রোত ছিল। এ সময় আমাদের লঞ্চটি ঘুরতে গিয়ে কার্গোটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটি ডুবে যায়। আমাদের লঞ্চটিও ডুবে যেতে বসেছিল। এ সময় চারদিকে ছোটাছুটি শুরু করে যাত্রীরা। সবাই আল্লাহ আল্লাহ ডেকে প্রাণে বেঁচেছি। সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD