1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

উত্তরায় গনসংযোগ করেন ঢাকা ১৮ আসনের মনোনায়ন প্রত্যাশীরা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ১১০ পাঠক

রাসেল খান,
রাজধানীর ঢাকা-১৮ আসন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছে বৃহত্তর উত্তরা আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আহমদ হোসেনের উপস্থিতিতে রাজলক্ষী মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন মার্কেটে যান কেন্দ্রীয় নেতারা। পরে স্থানীয় নেতারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলও করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ।
ঢাকা-১৮ আসনের বর্তমান এমপি এ্যাড. সাহারা খাতুনও এসময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য এ সাংসদ গত দুই সেশনে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রীও হয়েছেন। এবারও তিনি নির্বাচন করবেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। উপস্থিতির তালিকায় সাহারা খাতুনের বাইরে অন্য মনোনয়ন প্রত্যাশী নেতাদেরও দেখা যায় স্বতস্ফুর্তভাবে অংশ নিতে। এ পর্যন্ত ঢাকা-১৮ আসনে মনোনয়ন চেয়ে বিভিন্ন ব্যানার ফেষ্টুনে জানান দিয়েছেন অন্তত ৬/৭ জন নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হাবিব হাসান, নগর সহ সভাপতি নাজিম উদ্দিন ও বন পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধ তোফাজ্জল চেয়ারম্যান।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একজন নেতা বলেন, আজকের প্রোগ্রামটা ছিল কেন্দ্রীয় কর্মসূচির অংশ। এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। শ্রদ্বেয় সাহারা আপার উপস্থিতিতে আমরা অংশ নিলেও এখন পর্যন্ত এ আসনে কারোর মনোনয়ন দল থেকে স্পষ্ট করা হয়নি। আমরা নৌকার পক্ষে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনা যাকেই এ আসনে নৌকার প্রতীকে প্রার্থী করবেন আমরা তাকে নিয়েই এগিয়ে যাবো।
এদিকে বুধবার যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তরায় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-উর রশিদ উপস্থিত থাকেবন।
এছাড়া মহানগর উত্তরের সভাপতি মাইনূল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার উপস্থিত থাকবেন। এছাড়া স্থানীয় সাংসদ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এ্যাড.

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD