ফের শোকের ছায়া বলিমহলে৷ চলে গেলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর৷ ৮৭ বছর বয়স হয়েছিল তাঁর৷ আজ, সোমবার ভোর ৪ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
জানা গিয়েছে, গত দুই বছর ধরে শ্বাসকষ্ট জনিত অসুখে ভুগছিলেন তিনি৷ তাঁর মৃত্যুতে বলিউড সেলেব্রিটিরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকপ্রকাশ করেছেন৷ সুহেল শেঠ এবং রবিনা ট্যান্ডনের ট্যুইটেই ঘটনাটি নজরে আসে সকলের৷
রবিনা লিখেছেন, “কাপুর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল৷ একটা যুগের যেন অবসান হয়ে গেল৷” শোকপ্রকাশ করেন অনুপম খেরও৷ ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “তুমি সারাজীবন আমার কাছে থাকবে ঠাকুমা৷”